প্রকল্প বিবরণ
Smart Bangladesh Smart Project
১। প্রকল্পের নামঃ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শ্রীমাই নদীতে Multipurpose Hydraulic Elevator Dam নির্মাণ
২। প্রকল্প ব্যয়ঃ ১৩৩০৩.০৬ লক্ষ টাকা।
৩। প্রকল্প এলাকাঃ
জেলা |
উপজেলা |
চট্টগ্রাম |
পটিয়া |
৪। প্রকল্পের উদ্দেশ্যঃ
চট্টগ্রাম জেলাস্থ শ্রীমাই খাল পটিয়া উপজেলার ৪টি ইউনিয়নের কৃষি ও জীববৈচিত্রের প্রধান অবলম্বন। উপজেলার পূর্বে অবস্থিত হাইদগাও এবং কেলিশহরের পাহাড় থেকে উৎপন্ন হওয়া এই খালটি পটিয়া পৌরসভা, কেলিশহর, কচুয়াই এবং হাইদগাও ইউনিয়নের মোট ১৫৩৬ হেক্টর এলাকার প্রায় ১১০০ হেক্টর চাষযোগ্য জমির একমাত্র পানির উৎস। কিন্তু শুষ্ক মৌসুমে শ্রীমাই খালে চাষবাদের প্রয়োজনীয় পানির খুবই অভাব দেখা দেয়। শ্রীমাই খাল খুবই ঢালু হওয়াতে পাহাড় হতে অল্প যে পরিমাণ পানি আসে তা ধরে রাখার মত কোন ড্যাম না থাকাতে সরাসরি নদীতে চলে যায়। ফলে চাষাবাদসহ নিত্য প্রয়োজনীয় পানির সংস্থান করা দুরূহ হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাইদগাও ইউনিয়নে একটি ডিজিটাইলাইজড কন্ট্রোল সিস্টেম সম্বলিত ড্যাম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে, যা হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নামে পরিচিত। এই প্রকল্পের উদ্দেশ্যসমূহ নিম্মরুপঃ
চট্টগ্রাম জেলাস্থ পটিয়া উপজেলায় শ্রীমাই খালে ৮৪ মিটার দৈর্ঘ্যের HED নির্মাণ করে পাহাড়ী ঢলসহ বর্ষা মৌসুমের বিপুল পরিমান জলরাশি সংরক্ষণের মাধ্যমে ১১০৮ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান;
শ্রীমাই খালের উভয় তীরে ৪.৪০০ কিঃমিঃ তীর প্রতিরক্ষা কাজ করার মাধ্যমে ভাঙ্গন প্রতিরোধ করা;
প্রকল্প এলাকায় হাইড্রোলিক ড্যাম কেন্দ্রিক ইকো-ট্যুরিজমের সুযোগ সৃষ্টি করা;
মৎস্য সম্পদের উন্নয়নসহ প্রাকৃতিক জীব বৈচিত্র সংরক্ষণ;
এলাকার কর্মসংস্থান বৃদ্ধিসহ সামগ্রিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করা এবং দারিদ্র দূরীকরণ;
ভূর্গভস্থ পানির উচ্চতা বৃদ্ধি করা;
৫। প্রকল্পের কার্যক্রমসমূহঃ
ক) হাইড্রলিক এলিভেটর ড্যাম- ১টি
খ) শ্রীমাই নদীর উভয় তীরে নদী তীর সংরক্ষণ কাজ ৪৪০০ মিটার
গ) সেচ কাঠামো (সেচ খাল): ২১০ মিটার,
ঘ) নিষ্কাশন কাঠামোঃ ১ টি,
ঙ) খাল খননঃ ৪১৮০ ঘন মিটার,
চ) রেস্ট হাউজ/অফিস ভবন/গার্ড রুম নির্মাণ (২০০০ বর্গফুট বিশিষ্ট ২ তলা ভবন ১ টি)
৬। প্রকল্পের আউটপুটঃ
৭। হাইড্রোলিক এলিভেটেড ড্যামঃ
৮। এলিভেটেড ড্যামকে মাল্টিপারপাস ড্যাম বলার কারণঃ
৯। Siltation অপসারণের উপায়ঃ
শুষ্ক মৌসুমে হাইড্রোলিক এলিভেটেড ড্যামের গেইটসমূহ সম্পূর্ণরূপে উঠানো থাকবে। এতে প্রায় ৩.১০ কিঃমিঃ দীর্ঘ জলাধারে ৩ লক্ষ ৭০ হাজার ঘনমিটার পানি সংরক্ষিত থাকবে। পাহাড় থেকে নেমে আসা পানিতে কিছুটা Silt থাকে ফলে কিছুটা Siltation হতে পারে। সেক্ষেত্রে ১৪ টি গেইটের মধ্যে Silt সংলগ্ন গেইট খুলে দিলে পানির গতিবেগ বৃদ্ধির কারণে Silt অপসারিত হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS