চট্টগ্রাম পওর বিভাগ-১ এর অধীনে সমাপ্ত প্রকল্পঃ
১। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প।
২। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন মালিয়ারা-বাকখাইন-ভান্ডারগাঁও সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন প্রকল্প (২য় পযায়)।
৩। চট্রগ্রাম জেলাধীন চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সাংগু ও চাঁদখালী নদীর উভয় তীরে প্রতিরক্ষামূলক কাজ।
৪। চট্টগ্রাম জেলার সাতকানিয়া, লোহাগাড়া উপজেলায় ডলু নদীর তীব্র বিভিন্ন ভাঙ্গন কবলিত জনপদ রক্ষায় জলবায়ু ট্রাষ্ট ফান্ডোর অর্থায়নে ভাঙ্গন প্রতিরক্ষা মুলক কাজ।
৫। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় চরতি ইউনিয়নে সাঙ্গু নদীর বাম তীরে উত্তর ব্রাহ্মনডাঙ্গা ও তুলা তলী নামক স্থান রক্ষা প্রকল্প।
৬। মালিয়ারা-বাকখাইন-ভান্ডারগাঁও বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প (১ম পর্যায়)” প্রকল্প।
৭। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় সাঙ্গু নদীর বাম তীরে দক্ষিণ চরতি ও উত্তর ব্রাক্ষন ডাঙ্গা নামক স্থানে নদী সংরক্ষন মূলক কাজ” প্রকল্প।
৮। উপকূলীয় পোল্ডার নং-৬৩/১এ এর ক্ষতিগ্রস্থ সী ডাইক ও অন্যান্য অবকাঠামো মেরামত সহ প্রটেকশন কাজ” প্রকল্প।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS