Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/ জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প

প্রকল্প সার সংক্ষেপ


০১.

প্রকল্পের নাম 

:

“চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/ জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন”।

০২.

প্রকল্পের উদ্দেশ্য 

:

১। চট্টগ্রাম মহানগরীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা।

২। শহর এলাকা বন্যা/ জলাবদ্ধতা মুক্ত করার জন্য পাম্প হাউস স্থাপনের মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা ও জমে থাকা বৃষ্টির পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

৩। জন-দুর্ভোগ কমানোর জন্য খাল খনন/ ড্রেজিং/ বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা।

৪। যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা কেন্দ্র, শিল্পাঞ্চল সহ ও সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো সমূহ জলামগ্নতা থেকে মুক্ত করা। 

৫। রেগুলেটর নির্মাণের দ্বারা শহর এলাকায় লবনাক্ত পানি অনুপ্রবেশে প্রতিরোধ করা।

৬। কর্ণফুলী নদীর ডান তীরে প্রতিরোধ দেওয়ালের মাধ্যমে জোয়ার/ ঝড় ইত্যাদি থেকে শহরকে রক্ষা ও বন্যা হতে রক্ষা করা।

০৩.

প্রকল্পের অবস্থান

:

বিভাগ : চট্টগ্রাম; জেলা : চট্টগ্রাম; উপজেলা : চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

০৪.

বাস্তবায়নকাল 

:

০১ অক্টোবর, ২০১৮ হতে ৩০ জুন, ২০২৪পর্যন্ত (সংশোধিত)।

০৫.

প্রাক্কলিত ব্যয়

:

১৬২০৭৩.৫০ লক্ষ টাকা (বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন)।

০৬.

২০২২-২০২৩ অর্থবছরে অগ্রগতি

:

৯৯৫১.৫৩ লক্ষ টাকা, বাস্তব ১০.১০% ও আর্থিক ৬.১৪%।

০৭.

ক্রমপুঞ্জিত অগ্রগতি 

:

 বাস্তব ২৫.১০%আর্থিক ১৫.২৮%।  

০৮.

অঙ্গভিত্তিক ব্যয় ও বাস্তবায়ন অগ্রগতি (৩১-০৬-২০২৩ তারিখ পর্যন্ত) : পরিশিষ্ট-ক (অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য)


০৯.    প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন প্যাকেজের বিবরণ: 

ভৌত কার্যক্রমের বিবরণ

পরিমাণ

প্যাকেজ সংখ্যা

অগ্রগতি

মন্তব্য

পরিমাণ


বাস্তব

(%)


1

2

3

8

১১

রিটেইনিং ওয়াল নির্মাণ

২.৭০০ কি.মি.

ডেলিগেটেড পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন।

০.৭০০ কি.মি.

৬২.৯৫%


ফ্লাড ওয়াল নির্মাণ

১৮.৯৬৫ কি:মি:।

০.৫০০ কি.মি.

৪.০৬%


রেগুলেটর নির্মাণ

২৩টি।

৪ টি

৫৮.১৬%


তীর সংরক্ষণ কাজ

১.০০০ কি.মি.

১.০০০ কি.মি.

১০০.০০%


 

বাস্তবায়িত ভৌত কাজের স্থির চিত্র